খাল মানুষের তৈরি পানির গতিপথ। খাল সাধারণত দুই রকমের হয়,
১. মানুষের ব্যবহার যেমন মিষ্টি পানি নেওয়া বা কৃষিকাজের জন্য জল বা পানির সংরক্ষণ বা পানি বয়ে নেওয়ার জন্য খাল।
২. যোগাযোগ বা পরিবরণের জন্য যেমন বড় বড় পন্যবাহী জাহাজ গামী খাল। যা সাধারণত একাধিক হ্রদ, নদী বা সাগরকে সংযুক্ত করে। যেমন সুয়েজ খাল, পানামা খাল। এছাড়াও বিভিন্ন শহরের মধ্যে দিয়ে অতিবাহিত শহুরে খাল বলে একধরনের খাল আছে। যেমন ভেনিস, আমস্টারডাম অথবা ব্যাংকক।
কুড়াগাছা ইউনিয়নে কোন নদী নেই। একমাত্র খাল হচ্ছে গুজা খাল যা পিরোজপুর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত।