গ্রাম আদালতের মামলার প্রতিবেদন
বাদী-মোছাঃ আকলিমা বেগম, স্বামী- মোঃ জুলহাস উদ্দিন, সাং-বালিয়াচড়া, মধুপুর, টাঙ্গাইল। বিবাদী- মোঃ হায়দর আলী, পিতা-মোঃ হুরমুজ আলী, সাং- বালিয়াচড়া,মধুপুর, টাঙ্গাইল। বাদী পক্ষ ০৫/০৪/২০২৩খ্রিঃ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর মাটি খনন বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। তাহার অভিযোগের পর গত ০২/০৫/২০২৩ মামলাটি নিষ্পত্তির জন্য আমার নিকট প্রেরণ করা হয়। তৎপ্রেক্ষিতে ধার্য্যকৃত ১৫/০৫/২০২৩ তারিখে গ্রাম পুলিশের মাধ্যমে বিবাদীপক্ষকে নোটিশ দ্বারা অবগত করা হয়। বিবাদীপক্ষ উক্ত নোটিশ গ্রহণ করে এবং ২৫/০৫/২০২৩ ইং তারিখে গ্রাম আদালতে হাজির হন। প্রথমে বাদী-বিবাদী উভয় পক্ষের জবানবন্দী গ্রহণ করা হয়। মামলার অভিযোগ এবং উভয় পক্ষের জবানবন্দি থেকে জানা যায় যে, বিবাদী মোঃ হায়দর আলী এক্সভেটর দ্বারা বিবাদী মোছাঃ আকলিমা বেগম এর জমির পাশে একটি পুকুর খনন করে। এ কারণে বৃষ্টি হলে বাদীর জমি ধসে পড়ার আশংকা রয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ শুনানী শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, বিবাদী মোঃ হায়দর আলী আগামী বাংলা ১৪৩০ সনের অগ্রহায়ণ মাসে র্২ (দুই ফুট) প্রস্থ করে পুকুরের পাড় বেঁধে দিবে। যাতে বৃষ্টি হলে পুকুর ধসে না পড়ে এবং বাদী মোছাঃ আকলিমা বেগমের জমির কোন ক্ষতি না হয়। বিষয়টি উভয় পক্ষ মেনে নিয়ে আপোষ মিমাংসিত হন এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার অঙ্গীকার করেন। তাই উক্ত মামলাটি খারিজ করে দেয়া হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস