মামলা নং -২১১
তারিখ : ৩০/০৮/২০২২
বরাবর
চেয়ারম্যান
কুড়াগাছা ইউনিয়ন পরিষদ
মধুপুর, টাঙ্গাইল।
বিষয় : রাস্তা সংক্রান্ত বিষয়ে অভিযোগ।
আবেদনকারী : প্রতিবাদীঃ
নাম-মোঃ নোমান বাদশা ১। মোঃ এসাহাক, (গং)
পিতা- মোঃ গোলাম ইউসুফ পিতা-ফজু শেখ
সাং-কামারচালা, জলছত্র, সাং-কামারচালা, জলছত্র,
মধুপুর, টাঙ্গাইল। মধুপুর, টাঙ্গাইল।
২। মোঃ জলিল, পিতা- এসহাক
সাং-কামারচালা, মধুপুর,টাঙ্গাইল।
৩। মোঃ ছানোয়ার, পিতা-মোঃ এসহাক,
, সাং-কামারচালা, জলছত্র,মধুপুর, টাঙ্গাইল।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ৪নং কুড়াগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি একজন সহজ, সরল, আইনমান্যকারী লোক। অপরপক্ষে বিবাদী পক্ষ অত্যন্ত চালাক, ধূর্ত ও পরলোভী ব্যাক্তি। কামারচালা পাকা রাস্তা হতে হাওদা বিল পর্যন্ত প্রায় দৈর্ঘ্য ৩০র্০ (ফুট) এবং প্রস্থ প্রায় ১র্৪ (ফুট) রাস্তা সেই পাকিস্তান শাসন আমলের সময় থেকে এ রাস্তা দিয়ে গরু-মহিষের গাড়িগুলো দুইটা এক সাথে যেতে পারতো। এ প্রশস্থ রাস্তা দিয়ে আশে-পাশের এলাকার লোকজন সহ বিভিন্ন যান-বাহন এই রাস্তা দিয়ে চলাচল করতো। বর্তমানে বিবাদী গং এই রাস্তাটি বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে সেই সাথে কিছু গাছপালাও লাগিয়ে রেখেছে। এতে এলাকার প্রায় ৩০০ মানুষের যাতায়াতের ব্যাপক সমস্যা হচ্ছে। বার বার বলার পরও কোন কাজ হচ্ছে না। সর্বশেষ প্রায় ১ মাস আগে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বিষয়টি মিমাংসার জন্য বসে সিদ্ধান্ত দেয় যে, বিবাদী গং রাস্তাটি ১র্৪ (ফুট) প্রসস্থ রেখে অতিদ্রæত রাস্তার বেড়া ও গাছপালা অপসারণ করে ফেলবে। এজন্য খরচ বাবদ তাদের কিছু নগদ টাকাও দেয়া হয়েছে। কিন্তু বর্তমানে তারা (বিবাদী গং) র্৬ (ফুট) রাস্তার প্রসস্থ রেখে বাকী অংশগুলো কেটে ফেলছে ফলে রাস্তাটি সরু হয়ে গেছে। একারণে রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে। এবিষয়ে কিছু বলতে গেলে বিবাদী গং দেশীয় অস্ত্রসহ মারতে আসে। বিষয়টি নিয়ে আমরা খুবই পেরেশানিতে আছি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকূল আবেদন, আমাকে উপর্যুক্ত সমস্যাটি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
০১৭৭৫৩১৮৮২৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস